সিরিয়া পরিস্থিতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে
সিরিয়ায় অবৈধভাবে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভয়াবহ যুদ্ধ লেগে যেতে পারে বলে ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও বিশ্লেষক মার্ক ড্যানকফ।
তিনি বলেছেন, সিরিয়ার বৈধ প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্যই যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে। তিনি যুক্তরাষ্ট্রের এ ষড়যন্ত্রকে সরাসরি অবৈধ ও বেআইনি বলে আখ্যা দেন এবং এই বিপজ্জনক পরিস্থিতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে মন্তব্য করেন।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক মাইকেল ফ্লিন বলেছেন, ২০১১ ও ২০১২ সালে দায়েশের উত্থান সম্পর্কিত সতর্কতায় কান দেননি প্রেসিডেন্ট বারাক ওবামা। কারণ বিষয়টি তার পুনর্নির্বাচনের জন্য মোটেই উপযুক্ত ছিল না।
এ সম্পর্কে মার্ক ড্যানকফ বলেন, দায়েশের উত্থান সম্পর্কিত বিষয়ে কান না দেয়া তার মোটেই ভুল হিসাব নয় বরং বারাক ওবামা ইচ্ছা করেই তা উপেক্ষা করেছেন। বিষয়টির সঙ্গে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তুরস্ক প্রথম থেকেই জড়িত।
ড্যানকফ সুস্পষ্ট করে বলেন, ইসরাইল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পরিবর্তন চায় সে কারণে এই ষড়যন্ত্রের অংশীদার হিসেবে সৌদি সরকার ও তুরস্কের এরদোগান এ কাজে লেগেছে।