মালয়েশিয়ায় ৩ দিনের বাংলাদেশী পণ্যমেলা কাল শুরু
দ্বিপক্ষীয় বাণিজ্য প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের তিন শতাধিক পণ্যের আমদানির ওপর সম্প্রতি ‘শূন্য ট্যারিফ’ ঘোষণা করেছে মালয়েশীয় সরকার। বিষয়টি সামনে রেখেই বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) যৌথ সহযোগিতায় পথমবারের মতো মালয়েশিয়াতে ‘ট্রেড ইন বাংলাদেশ’ শীর্ষক বাংলাদেশী পণ্যমেলা কাল থেকে শুরু হচ্ছে। বাংলাদেশী প্রতিষ্ঠান হেডমাস্টার ইভেন্টস ও মালয়েশিয়ান প্রতিষ্ঠান এক্সপো মিডিয়া যৌথভাবে এ মেলা আয়োজন করছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (পিডব্লিউটিসি) ২৯, ৩০ এবং ৩১ আগস্ট বৃহস্পতি, শুক্র এবং শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে। এখানে ৭০-এর বেশি স্টলে তিন শতাধিক বাংলাদেশী বিভিন্ন ধরনের পণ্য তুলে ধরা হবে। পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলার উদ্বোধন হবে ২৯ আগস্ট সন্ধ্যা ৭টায়। বিজ্ঞপ্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন আব্দুল্লাহ বিন হাজি আহমাদ বাদাবি। পণ্যমেলায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে থাকছে বিমান বাংলাদেশ, বাংলাদেশ জুট মিলস করপোরেশন, পূবালী ব্যাংক লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, রিজেন্ট এয়ারওয়েজ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মেলায় স্পন্সর হিসেবে থাকছে রিজেন্ট এয়ারওয়েজ, এনসিসিবিএল, বিটিবি এবং মালয়েশিয়ার এলেঙ্গা হোটেল এসডিএন। মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করবে এসএমই সংবাদপত্র মালয়েশিয়া এসএমই। বিজ্ঞপ্তি।