লেটনস্টোন টিউব স্টেশনে হামলা

Laytonstoneপূর্ব লন্ডনের একটি টিউব স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ৩ যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ব্রিটেনের পুলিশ পূর্ব লন্ডনের টিউব স্টেশনে হামলার এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকান্ড হিসেবে দেখছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে লেটনস্টোনে যাত্রীদের লক্ষ্য করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। একজন ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করলে ৩ যাত্রী আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারী সেসময় চিৎকার করে বলতে থাকে- এটা সিরিয়ার জন্য।
এর কিছু সময় পরেই পুলিশের কাছে একটি ফোন আসে এবং ৭টা ১৪ মিনিটেই পুলিশ তাকে আটক করে। প্রথমে তাকে স্টেনগান দিয়ে আঘাত করে এবং পরে হেফাজতে নেয়া হয়।
পুলিশ বলছে, হামলকারী সেসময় অন্যদের ক্রমাগত ছুরি দেখিয়ে ভয় দেখাচ্ছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের কমান্ডার রিচার্ড ওয়াল্টন বলছেন, আমরা এই হামলাকে সন্ত্রাসী কর্মকান্ড হিসেবে দেখছি। আমি জনসাধারণকে শান্ত কিন্তু সর্তক থাকার আওভান জানাচ্ছি। এদিকে সেন্ট্রাল লাইনে চলাচলের ক্ষেত্রে ব্যাপক বিঘ্ন হচ্ছে।
লেবার পার্টির নেতা জেরেমি করবিন টুইটারে লিখেছেন, লেটনস্টোন ছুরিকাঘাতের ঘটনা খুবই বেদনাদায়ক।
লিবারেল ডেমোক্রাট নেতা টিম ফ্যারন লিখেছেন, এই হামলা পুরাপুরি শয়তানের কাজ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button