চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাণ শিল্প
যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং গোলাবারুদে নির্মাণের সঙ্গে জড়িত শিল্প চাঙ্গা হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য এবং অন্যান্য এলাকায় চলমান যুদ্ধের চাহিদা মেটানোর জন্য এ সব শিল্প চাঙ্গা হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদি হবে বলে যখন জল্পনা-কল্পনা চলছে তখন যুক্তরাষ্ট্রের রণশিল্পের রমরমা অবস্থা চলছে।
অস্ত্র বাজারের সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক নির্বাহী কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অস্ত্র ব্যবসায় যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রবৃদ্ধি ঘটবে। মধ্যপ্রাচ্যের সবাই ৫ থেকে ১০ বছরের জন্য অস্ত্র ও গোলাবারুদ মজুদ করতে চাইছে। তারা বলেছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ দিন ধরে চলবে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কর্পোরেশন তাদের কারখানায় তৃতীয় শিফট চালু করেছে। এ কারখানায় ২ হাজার পাউন্ড আকাশ থেকে ভূমিতে নিক্ষেপকারী স্টেলথ ক্ষেপণাস্ত্র বানানো হবে।
এদিকে পেন্টাগনের প্রধান অস্ত্র ক্রেতা ফ্রাংক কেনডালের বরাত দিয়ে রয়টার্স বলছে, লকহিড, রেথন এবং বোয়িং কোম্পানির সঙ্গে অস্ত্র উৎপাদন জোরদার করার জন্য কাজ করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন গোলা তৈরি নিয়ে এ কাজ চলছে বলে এ খবরে জানানো হয়েছে।
এ ছাড়া গাড়ি নির্মাণের সঙ্গে জড়িত কারখানাগুলোর এ যুদ্ধের সুফল ভোগ করছে। এর আগে তারা যে সব গাড়ি সরবরাহ করেছে এখন সেগুলো ব্যবহার করছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ।