সীমান্তে মানুষ হত্যা বন্ধ করা কঠিন : বিজিবি মহাপরিচালক

অবৈধ পথে রাতের অন্ধকারে ভারত যাওয়া ঠেকানো না গেলে সীমান্তে মানুষ হত্যা বন্ধ করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
রবিবার দুপুরে পিলখানায় বিজিবি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, আমাদের দেশের জনগণ যদি রাতের আঁধারে অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ না করে তাহলে সীমান্ত হত্যাকান্ড শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, সীমান্ত হত্যাকান্ড বন্ধে নাগরিকদের সচেতনতা প্রয়োজন। নাগরিকরা সচেতন হলেই এটা আর থাকবে না।
সীমান্ত হত্যাকান্ডের পরিসংখ্যান তুলে ধরে ডিজি বলেন, গত বছর সীমান্তে ৪০ জনকে হত্যা করা হয়েছে। এ বছর এখন পর্যন্ত ৩৩ জনকে হত্যা করা হয়েছে।
সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ার পেছনে নাগরিকদের অসচেতনতাকেই দায়ী করে তিনি বলেন, নাগরিকরা সচেতন নয় বলেই সীমান্ত হত্যাকান্ড শূন্যের কোটায় আনা যায়নি।
বিজিবি মহাপরিচালক পার্বত্য এলাকার দুর্গম সীমান্ত সুরক্ষায় কারো ওপর নির্ভরশীল না হয়ে বিজিবির সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।
আজিজ আহমেদ বলেন, জানুয়ারিতে প্রথমবারের মতো বিজিবিতে ১০০ নারী সদস্য নিয়োগ দেয়া হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button