মাদার বাজার আলীয়া মাদ্রাসার এক্স-স্টুডেন্ট ফোরাম ইউকের ঈদ পূণর্মিলনী সম্পন্ন

Madar Bazarওসমানীনগর থানার ঐতিহ্যবাহী ‘মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া আলীয়া মাদ্রাসা’র এক্স-স্টুডেন্ট ফোরাম ইউকে’র উদ্যোগে এক ঈদপূণর্মিলনী গত ২০ আগস্ট পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যে বসবাসরত মাদ্রাসার বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র, শুভাকঅঙ্খী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের ইসলামী শিক্ষা প্রসারে ভূমিকা পালনকারী অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া আলীয়া মাদ্রাসা বিগত অর্ধশতাব্দীর বেশী সময় ধরে একটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে সুনামের সাথে অবদান রেখে যাচ্ছে। এ প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করা হাজার হাজার আলেমেদ্বীন বিশ্বব্যাপী দ্বীন প্রচারের কাজ করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বক্তারা মাদ্রাসার বর্তমান নানা সমস্যার বর্ণনা দিয়ে বলেন, অর্থনৈতিক সংকট, আবাসন সমস্যা, শিক্ষক সংকট সহ নানা কারনে প্রতিষ্ঠানটি এখন এগিয়ে যেতে হীমশীম খাচ্ছে।
ঐতিহ্যবাহী এ মাদ্রাসার সুনাম রক্ষায় এবং আগামী প্রজন্মকে একটি উন্নত এবং বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী মানুষ হিসেবে করতে প্রতিষ্ঠানটির সহযোগিতায় সকলের এগিয়ে আসা প্রয়োজন।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আব্দুল মালিক এর সভাপতিত্বে এবং সারওয়ার আলম ও মাওলানা আব্দুল হামিদ আল ফয়সলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, কমিউনিটি নেতা আব্দুল ওয়াদুদ মুকুল, ইসমাঈল আলী তেজাব, হাফেজ মাওলানা রেদওয়ান আহমদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ আল্লামা ফজলুর রহমান (রহঃ) এর পুত্র মোঃ মুজিবুর রহমান সুহেল, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, আব্দুল হামিদ রুহীন, গোলাম মোস্তফা প্রমুখ।
হাফেজ মুহাম্মদ আব্দুন নূর লতিফী’র পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মাওলানা আব্দুল বাতিন লতিফী  এবং মাঈদুল হক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলা (রহঃ) এর সাবেক সচিব মাওলানা আলতাফুর রহমান লতিফী, প্রবীন ব্যক্তিত্ব হাজী আব্দুল বারী, হাজী মাহমুদ আলী, হাজী ওয়াহিদুর রহমান, হাজী আব্দুল হান্নান, হাফেজ শাহনুর, হাফেজ মাসুদ আহমদ, হাফেজ আব্দুল করিম, মতিউর রহমান শাহ আলম, ইব্রাহীম আলী, জালাল আহদ, আবুল বাশার, কাওছার আহমদ, গোলাম রব্বানী একলিম, রেদওয়ান আলম প্রমুখ।
সভার শুরুতে নাতে রাসূল পরিবেশন করেন সৈয়দ মামুনুর রশীদ ও মোঃ আব্দুল হাই লতিফী। সভা শেষে মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গে মতামতের ভিত্তিতে মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফিজ আব্দুল মালিককে সভাপতি, মুজিবুর রহমান সুহেলকে সেক্রেটারী ও মাঈদুল হককে কোষাধ্যক্ষ করে ৪০ সদস্য বিশিষ্ট ‘মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া আলীয়া মাদ্রাসা এক্স-স্টুডেন্ট ফোরাম ইউকে’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
সভায় মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে একশত হাজার পাউন্ড এর তহবিল সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় উপস্থিত মাদ্রাসার প্রাক্তন ছাত্র, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশ হাজার পাউন্ড প্রদানের ঘোষনা দেন।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাসুদ আহমদ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button