মুসলিমদের উপর হামলার প্রতিবাদে বৃটিশ লেবার পার্টির নেতা

আমরা বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে গর্বিত

Corbynব্রিটেনে বসবাসকারী মুসলিমদের উপর সাম্প্রদায়িক হামলার পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে লন্ডনের ফিনসবুরি পার্ক মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সমাবেশে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, মুসলিমদের উপর হামলা চালিয়ে বর্ণবাদীরা কমিউনিটিকে বিভক্ত করতে পারবে না।
গত সপ্তাহে ফিনসবুরি পার্ক মসজিদে একজন হামলাকারী আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করেছিল। ওই হামলার প্রেক্ষিতেই জেরেমি করবিন একথা বলেছেন।
বিশাল জনসভার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ রাতে ফিনসবুরি পার্কে আমরা দৃষ্টান্ত স্থাপন করলাম, একতাই আমাদের শক্তি।’
তিনি আরো বলেন, ‘এই আক্রমণের উদ্দেশ্য ছিল আমাদের কমিউনিটিকে বিভক্ত করা। এক জাতিগোষ্ঠীকে আরেক জাতিগোষ্ঠীর শত্রু  বানানো। এই চেষ্টা ব্যর্থ হয়েছে, এটি ব্যর্থ হবে, এটা সবসময় ব্যর্থ হবে কেননা ফিনসবুরি পার্কে আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে আমরা গর্বিত।’
গত শুক্রবারের মসজিদে আগুন দেয়ার চেষ্টা গত মাসের প্যারিস হামলার পরে ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষী আগ্রাসনের নমুনা। প্যারিস হামলার জের ধরে লন্ডনসহ পুরো ব্রিটেনে মুসলিম-বিদ্বেষী হামলা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
লন্ডন পুলিশ দপ্তরের তথ্য মতে, প্যারিস হামলার আগেরদিন মুসলিম বিদ্বেষী হামলার অভিযোগ পাওয়া গিয়েছিল ২৪টি কিন্তু হামলার পরের দিনই ৭৬টি অভিযোগ পাওয়া গিয়েছে। বর্তমানে বিদ্বেষমূলক হামলার পরিমাণ এতো বেড়েছে যে মুসলিমরা ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন।
আরো জানা যায়, ২০১৪/১৫ সালে প্রায় ৫২,৫২৮ টি হামলার অভিযোগ পাওয়া গিয়েছে যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৮% বেশি। এসব হামলায় অধিকাংশ ক্ষেত্রেই মুসলিমরা আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button