এখনই আসাদকে না সরালেও চলবে
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফেবিয়াস শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সিরিয়ায় কোনো রাজনৈতিক পালাবদলের আগেই আসাদকে ক্ষমতা থেকে সরানো প্রয়োজন বলে আমি আর মনে করি না।’ ফ্রান্সের একটি আঞ্চলিক পত্রিকা ‘লা প্রগেস’কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ সিরিয়া মানে রাজনৈতিক পালাবদল। তার অর্থ নয়, বাশারকে রাজনৈতিক পালাবদলের আগেই ক্ষমতা ছাড়তে হবে। তবে ভবিষ্যতের নিশ্চয়তা অবশ্যই থাকতে হবে।’
সিরিয়া সংকট সমাধানের ব্যাপারে আসাদ প্রশ্নেই পশ্চিমাদের সঙ্গে বিরোধ রয়েছে রাশিয়ার। আমেরিকা বার বার দাবি করে আসছে, রাজনৈতিক সংস্কারে আসাদের কোনো ভূমিকা থাকবে না। সিরীয় বিদ্রোহীরাও শুরু থেকেই এই দাবি করছে। কিন্তু রাশিয়া বলে আসছে, আসাদের ভাগ্য নির্ধারণ করবে সিরিয়ার জনগণই। কিন্তু সম্প্রতি ইউরোপের বেশ কিছু দেশ আসাদের সরে যাওয়ার দাবির ব্যাপারে নমনীয় হতে শুরু করেছে। সর্বশেষ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই তার প্রমাণ।