বাংলাদেশকে ৬৮ কোটি টাকা সহায়তা দেবে ইইউ
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে ৬৮ কোটি টাকা সহায়তা দিবে ইউরোপীয়ান ইউনিয়ন। সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ২০১৬ সালের শুরুতে চালু হওয়া এ প্রকল্পটি বাংলাদেশ সরকারের স্থানীয় উন্নয়ন মন্ত্রণালয় শাখা, ইউএনডিপি ও ইউএনসিডিএফ যৌথভাবে বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় ২ লাগ দুর্গম এলাকার পরিবার সহায়তা সুবিধা পাবে।
ইউরোপীয়ান ইউনিয়ন দূত পিয়েরে মায়োডন বলেন, জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকার দরিদ্র মানুষেরা কষ্টের মুখোমুখি হয়।
তিনি বলেন, সকল অংশীদার দেশসমূহের উচিত দুর্যোগ মোকাবেলার কর্মসূচিতে অংশ নেওয়া। বাংলাদেশ দ্রুত সামনে এগুচ্ছে। এটি এখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।