বগুড়ায় বাস উল্টে দুইজন নিহত
বগুড়ার গাবতলী উপজেলা সদরের সন্ধ্যাবাড়ি এলাকায় একটি মিনিবাস উল্টে দইিজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ (৪৮) ও খানসামা পাকেরহাট ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক (৪২)।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-গাবতলী, বগুড়া-সারিয়াকান্দী সড়কের সন্ধ্যাবাড়িতে এই ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক)হাসপাতাল ও গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিত্সা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে প্রাথমিকভাবে গাবতলী উপজেলার বাইগুনি এলাকার মহসীন(৫৫), প্রথমারছেও এলাকার নিবারণ চন্দ্র(৪৫) ও সাবাসপুরের মঞ্জু মিয়ার(৫০) নাম জানা গেছে।
স্থানীয়রা জানান, বগুড়ার সারিয়াকান্দী উপজেলা সদর থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া গতির একটি মিনিবাস গাবতলী উপজেলা সদরের সন্ধ্যাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে দইিজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ও মিনিবাসটি পুলিশি হেফাজতে নিয়ে যায়।ঘটনাস্থলে উপস্থিত গাবতলী থানার উপ-পরিদর্শক(এসআই) মো: হাফিজ দুর্ঘটনার কারণ জানাতে পারেন নি।