ট্রাম্পকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন ৩৫ হাজার ব্রিটিশ
মুসলিমবিদ্বেষী মন্তব্য করায় আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ৩৫ হাজারের বেশি ব্রিটিশ। তারা এরই মধ্যে অনলাইনে একটি পিটিশনে সই করেছেন। ওই পিটিশনে ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটেনে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে সরকারের কাছে।
পিটিশনে বলা হয়, ঘৃণা ছড়ানোর মতো বক্তব্য দেয়ায় ব্রিটেন এখন পর্যন্ত দেশে অনেক মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে। সেই একই নীতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও প্রয়োগ করতে হবে।
২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার ঘটনায় যে তরুণ দম্পতিকে দায়ী করা হচ্ছে, তারা দুজনই মুসলিম। তারা দুজনই আইএসের অনুসারী ছিলেন বলে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিদল আইএস দাবি করেছে। ওই ঘটনার প্রতিক্রিয়ায়ই মুসলিমদের আমেরিকায় নিষিদ্ধ করার দাবি জানান ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি তুলে ট্রাম্প নিজ দেশ, দল, বিরোধী দল, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ, এমনকি পশ্চিমা অনেক দেশে ব্যাপক নিন্দা-সমালোচনার শিকার হচ্ছেন।
এদিকে, ট্রাম্পের মুসলিমবিদ্বেষী বক্তব্যে আমেরিকার জাতীয় নিরাপত্তাব্যবস্থাকে খাটো করা হয়েছে, যার মধ্য দিয়ে আইএস উজ্জীবিত হয়েছে বলে সতর্ক করে দিয়েছে পেন্টাগন।