‘পরিত্যক্ত’ বিমানের মালিক খুঁজছে মালয়েশিয়া
মালয়েশিয়ার তিনটি বোয়িং৭৪৭ জেট বিমানের মালিককে খুঁজে বের করতে সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়া হয়েছে। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, এসব বিমানের মালিকানা কেউ দাবি না করায় দেশটির প্রধান বিমানবন্দরের কর্মকর্তারা ওই বিজ্ঞাপন দেন।
বিজ্ঞাপনে বলা হয়, ‘যদি পরবর্তী ১৪ দিনের মধ্যে মালিকরা বিমানগুলো নিয়ে যেতে ব্যর্থ হন, তাহলে আমরা এগুলো বিক্রি করার বা এগুলো পরিত্যাগ করার অধিকার সংরক্ষণ করব।’
এদিকে, বিমানগুলো অবতরণ ও পার্ক করে রাখার অর্থও পরিশোধ করা হয়নি বলে বিজ্ঞাপনে জানানো হয়। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিমানগুলোর মালিক বলে যাদের কথা জানা গিয়েছিল, তাদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেন তারা। কুয়ালালামপুর বিমানবন্দরের মহাব্যবস্থাপক বলেন, ‘আমি জানি না কেন তারা সাড়া দিচ্ছেন না। তবে এর পেছনে অনেক কারণ থাকতে পারে। হতে পারে বিমানগুলো চালানোর মতো কোনো অর্থ তাদের কাছে নেই।’