মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ’র মৃত্যু
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আব্দুল্লাহ্ গত রোববার সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। আব্দুল্লাহ্ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের প্রধান মিত্র ছিলেন। ওয়াহিদ ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে পুনর্নিবাচিত হবেন বলে আশা করছেন। সরকার জানিয়েছে, আব্দুল্লাহ্কে সিঙ্গাপুরে সমাহিত করা হয়েছে। ওয়াহিদ তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সরকার আরো জানিয়েছে, শিক্ষামন্ত্রী অসীম আহমেদকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেয়া হয়।