সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ইসলামকে দায়ী না করতে ওবামার আহ্বান

Obamaসন্ত্রাসী কর্মকান্ডের জন্য ইসলামকে দায়ী না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে নিজ দেশের নাগরিকদের প্রতি এ আহ্বান জানান।
ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে মুসলিমরা একই পরিবারের সদস্য। আইএসের মতো সংগঠন ইসলামের সঙ্গে পশ্চিমাদের আগ্রাসন বৃদ্ধি করে দ্বন্দ্ব তৈরি করছে। আইএসরা চেষ্টা করছে ধর্মীয় ভিত্তিতে বিভাজন সৃষ্টি করে বিশ্বে ভীতি তৈরি করে সমপ্রতির বন্ধন বিনষ্ট করতে।
ক্যালিফোর্নিয়ার সান বার্নারডিনো হামলার পর এই নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া এটি ওবামার তৃতীয় ভাষণ। প্রতিটি ভাষণেই ওবামা সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেছেন। এখানে ধর্মীয় বিভাজন না করতে তিনি পশ্চিমাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিলেই যাতে তারা মনে না করেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে।
ওবামা বলেন, সান বার্নারডিনো ও প্যারিসে হামলার পরে পশ্চিমে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র রাজনৈতিক আদর্শের এক উৎকৃষ্ট স্থান। এখানে ডেমোক্রেটিক, রিপাবলিকান, লিবারেল ও কনজারভেটিভ সকল আদর্শের ব্যক্তিরা সমান গুরুত্ব নিয়ে চলাচল করে থাকে।
ওবামা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আরো বলেন, সমাজে চার্চে বা মসজিদে প্রার্থনা করলেও প্রকৃত পক্ষে আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্রের ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি দেশ প্রেমিক নাগরিককে ধন্যবাদ জানান ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, টেঙাসে ‘আমরা আমাদের মুসলিম প্রতিবেশীদের ভালোবাসি’ এই স্লোগান নিয়ে র‌্যালি হয়েছে। তাতেই প্রমাণিত হয় যুক্তরাষ্ট্রে মুসলিমদের জন্য অনেকের দরদও রয়েছে।
শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কাউকে বিভাজন না করতে পরিবারের বড় সদস্যদের শিশুদের শিক্ষা দিতে হবে। একই সঙ্গে শিক্ষকরা শিক্ষার্থীদের, ব্যবসায়ী মহল ও রাজনৈতিক নেতারা তাদের কর্মীদের সঠিক শিক্ষা দিতে মার্কিন প্রেসিডেন্ট ওবামা আহ্বান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button