ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্য আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্য আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
এবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে কেরি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের মুসলিম-বিরোধী উগ্র মন্তব্য অত্যন্ত বিপজ্জনক কারণ এমন এক ব্যক্তি প্রেসিডেন্ট প্রার্থী হতে চান যিনি প্রকাশ্যে একটি ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিনা কারণে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীদের আমেরিকায় প্রবেশে বাধা দেয়া উচিত হবে না। কারণ এটি আমেরিকার মূল্যবোধ ও সংবিধান পরিপন্থী।
জন কেরি বলেন, ডোনাল্ড ট্রাম্পের এ ধরণের উগ্র বক্তব্য দেশটির পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক হবে, কারণ তার এ বক্তব্যকে উগ্র গোষ্ঠীগুলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করতে পারে।
চরম মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আমেরিকায় মুসলমানদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছেন।