যার যার দেশের ইন্টারনেট সেই সেই সরকারের নিয়ন্ত্রণে থাকবে
ইন্টারনেটে প্রত্যেক দেশের নিজস্ব সরকারি সার্বভৌমত্ব থাকতে হবে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার দেশটির ঝেজিয়াং প্রদেশের উজেনে দ্বিতীয় ‘বিশ্ব ইন্টারনেট সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। খবর সিনহুয়ার।
জিনপিং বলেন, প্রতিটি দেশের সাইবার সার্বভৌমত্ব এবং পৃথক ইন্টারনেট মডেল থাকা উচিত এবং দেশগুলোর উচিত এ বিষয়ে একে অপরের প্রতি শ্রদ্ধা দেখানো। তিনি বলেন, সব দেশের ইন্টারনেট উন্নয়ন ও নিয়ন্ত্রণের অধিকার থাকা উচিত। এ সাইবার সম্মেলনে রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইন্টারনেটে কঠোর নিয়ন্ত্রণ আরোপের জন্য চীনা সরকার বরাবরই সমালোচিত হয়ে আসছে। ইন্টারনেটভিত্তিক বিশ্বের বড় বড় কিছু প্রতিষ্ঠান চীনে নিষিদ্ধ করায় এবং এ বিষয়ে কড়াকড়ি আরোপের কারণে চীনের ওপর ক্ষোভ রয়েছে। তবে চীনা প্রেসিডেন্ট চান যার যার দেশের ইন্টারনেট সেই সেই সরকারের নিয়ন্ত্রণে থাকবে। শি জিনপিং বলেন, চীনের ৬৫ কোটি ইন্টারনেট ব্যবহারকারীকে বলতে দেয়া উচিত, কীভাবে তারা তাদের ইন্টারনেট চালাবে, নিয়ম-কানুন আরোপ করবে এবং কী কী নিষিদ্ধ করবে বা বন্ধ করবে। তিনি আরও বলেন, ইন্টারনেটের ক্ষেত্রে কোনো দেশের একক আধিপত্য থাকা উচিত নয়।