সুইস ব্যাংকে দাবিহীন ২ হাজার ৬শ একাউন্ট
দুই হাজারের বেশি দাবিহীন ডরমেন্ট ব্যাংক অ্যাকাউন্টের তালিকা প্রকাশ করেছে সুইস ব্যাংক কর্তৃপক্ষ। তালিকায় দুই হাজার ৬শ অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে ৮০টি ভল্টের মালিকের নামও। সুইস ব্যাংকের নিয়ম অনুযায়ী, ১০ বছর অব্যবহূত অ্যাকাউন্টকে ডরমেন্ট অ্যাকাউন্ট বলা হয়।
প্রায় ৪৪ মিলিয়ন সুইস ফ্রাঁ (প্রায় ৩৪৫ কোটি টাকার সমপরিমাণ) দাবিহীন সম্পত্তির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৪ ভারতীয় থাকলেও তাদের সম্পত্তির পরিমাণ নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। খবর এনডিটিভি জানায়, ব্যাংকের গচ্ছিত সম্পত্তির দাবি জানাতে সংশ্লিষ্ট পরিবারকে পাঁচ বছরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সংস্থার ইতিহাসে এই প্রথম বার এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করল সুইস ব্যাংক কর্তৃপক্ষ। কালো টাকা নিয়ে তালিকা প্রকাশ করলেও দাবিহীন অ্যাকাউন্টের তালিকা প্রকাশ এই প্রথম। সংস্থার তরফে জানানো হয়েছে, ৬০ বছর অব্যবহূত এবং অন্তত ৫০০ সুইস ফ্রাঁ থাকা অ্যাকাউন্টকেই রাখা হয়েছে তালিকায়।