আবুধাবিতে বাংলাদেশ সমিতির আলোচনা সভা

Dhabiমুহাম্মদ রফিক উল্লাহ, আরব আমিরাত: আমিরাতে বসবাসরত ১০ লক্ষাধিক প্রবাসীর কাজের পরিবেশ নিশ্চিত ও আইনি সহয়তাসহ বিভিন্ন সেবা দেয়ার ঘোষণা দিয়েছে সেখানকার বাংলাদেশী প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সমিতির কর্মকর্তারা। নিজেদের মধ্যে সৃষ্ট সমস্যা সমাধানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না গিয়ে সমিতির মাধ্যমে সমাধান করার পরামর্শ দিয়েছেন তারা।
রাজধানী আবুধাবি ইব্রাহিম হোটেলের ব্যঙ্কইট বাংলাদেশ সমিতির উদ্যোগে ৪৪তম বিজয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এ পরামর্শ দেন সমিতির নেতারা।
সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান।
রাষ্ট্রদূত বলেন, আরব আমিরাতের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশী অভিবাসীদের ভুমিকা প্রশংসনীয়। স্থানীয় আরবীয়দের কাছে বাংলাদেশীদের গুরুত্ব অপরসীম। আমিরাতে বাংলাদেশী অভিবাসীদের হারানো ইমেজ ফিরে পাওয়ার জন্য সবাইকে এক যোগে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।
সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদারের পরিচালনায় এ সভায় দূতাবাসের কন্সুলার শহিদুজ্জামান ফারুকী, প্রথম সচিব জসিম উদ্দিন, জনতা ব্যাংকের সিইও ইসমাঈল হোসেন, প্রকৌশলী রফিক সিকদার, বাংলাদেশ ইসলামিয়া স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, দিদারুল আলম, আশিষ বড়ুয়া, নাছির তালুকদার, আব্দুল কুদ্দুস খালেদ, সিরাজুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button