‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে মসজিদ চিহ্নিত : নিউ ইয়র্ক পুলিশ
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) সেখানকার সব মসজিদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। এর ফলে পুলিশ ইমামদের দেয়া ধর্মীয় বক্তব্য থেকে তথ্য নিতে পারবে। এমনকি কোনো অপরাধের প্রমাণ না থাকলেও ইমামদের ওপর গুপ্তচর বৃত্তিও করতে পারবে। এছাড়া যারা মসজিদে নামাজ পড়তে যাবে তারাও পুলিশের নজরদারিতে থাকবে।
টুইন টাওয়ার হামলার পর থেকেই এনওয়াইপিডি মসজিদগুলোর ওপর নজর রাখছে। তবে, এ ব্যাপারে এনওয়াইপিডি কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। সূত্র: আরব নিউজ, এপি