লন্ডনে পাঁচিলে লাগানো রং এর ভালো ফল
অফিস বা বাড়ির পাঁচিলের আমরা অনেক সময় একটা লেখা দেখতে পাই ‘এখানে প্রস্রাব করিবেন না’।
লেখাটা বেশির ভাগ ক্ষেত্রে কার্যকরী হয় না অনেক জায়গাতেই। দেখা যায়, লেখার গা ঘেঁষেই অনেকে ‘শুভ কর্ম’টি করে যাচ্ছেন।
লন্ডনের মতো জায়গাতেও এ ধরনের কাজ করে থাকেন অনেকে। এই কাজ আটকাতে এক অভিনব ব্যবস্থা আনা হয়েছে সেখানে।
এক ধরনের বিশেষ রং লাগিয়ে দেওয়া হচ্ছে পাঁচিলে। এই রঙের বিশেষত্ব হল, কেউ যদি দেওয়ালে তরল পদার্থ ছুড়ে ফেলেন, সঙ্গে সঙ্গে তা ছিটকে এসে ওই ব্যক্তির গা ভিজিয়ে দেবে।
রংটি তরল পদার্থের বিরুদ্ধে এক ধরনের বাধার সৃষ্টি করে। যার ফলে তরল পদার্থ দেওয়ালের গা বেয়ে না পডে উল্টো দিকেই ছিটকে চলে আসে। ফলে কেউ যদি পাঁচিলের গায়ে প্রস্রাব করতে যান, ওই রঙ-ই বাধা হয়ে দাঁড়াবে। আর ভিজিয়ে দেবে ওই ব্যক্তিকে
এই ‘চমৎকার’ রংটি প্রথম লন্ডনের হ্যাকনি কাউন্সিলের পাঁচিলে লাগানো হয়। হাতে হাতে ফলও পাওয়া গিয়েছে।
এক প্রশাসনিক কর্মকর্তার কথায়, ‘এই ব্যবস্থায় যদি লোক একটু সতর্ক হন।’