যৌন হয়রানির অভিযোগে ইসরাইলি মন্ত্রীর পদত্যাগ
ইসরাইলের অভ্যন্তরীণ মন্ত্রী সিলভান শ্যালম ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন। ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী শ্যালম বলেছেন, তিনি তার পরিবারকে বিব্রতকর অবস্থা থেকে রক্ষার জন্য পদত্যাগ করেছেন। ইসরাইলের অ্যাটর্নি জেনারেল শ্যালমের বিরুদ্ধে আনীত বেশ কয়েকজন নারীর অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে শ্যালম বলেছেন, তিনি কোনো অন্যায় করেন নি। সাম্প্রতিক সময়ে ইসরাইলে বেশ কিছু উচ্চপর্যায়ের যৌন হয়রানির ঘটনা ঘটেছে। গত মাসে ক্ষমতাসীন দলের এমপি ইনোন মাগাল যৌন নির্যাতনের অভিযোগে পদত্যাগ করেছেন। ২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট মোশে কাসাভ ধর্ষণের দায়ে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। ধারণা করা হচ্ছে শ্যালমের জায়গায় আমির ওহানাকে স্থলাভিষিক্ত করা হতে পারে। যদি তাকেই মনোনীত করা হয় তবে ওহানা হবেন ডানপন্থী লিকুদ পার্টির প্রথম সমকামী মন্ত্রী। –বিবিসি