দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দক্ষিণ সুদান
দক্ষিণ সুদানে চব্বিশ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।জাতিসংঘ বলছে এদের অনেকেই খাদ্য সংকটে ভুগছে যেটাকে একটি ‘চলমান দুর্বিপাক’ হিসেবে বর্ণনা করছে সংস্থাটি। দেশটিতে সরকারের সাথে বিদ্রোহীদের সংঘর্ষ বেঁধে যাবার দুই বছর পর এসে এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ত্রিশ হাজার মানুষকে ‘মারাত্মক ক্ষুধার্ত’ হিসেবে বর্ণনা করে বলা হচ্ছে দেশটি একটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।এ বছর অনাবৃষ্টি দেখা দেয়ায় পরিস্থিতি দিনকে দিন সঙ্গিন হচ্ছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস বা আইসিআরসির একজন প্রতিনিধি মেসেরেট মেঙ্গিস্টু বলছেন, এই মওসুমে ফসল উৎপাদনের অবস্থা খুব নাজুক। ফলে ধারণা করা হচ্ছে যে খাদ্য সঙ্কট আরো বেড়ে যাবে’। দেশটিতে পৌনে দুই লাখেরও বেশী মানুষ এখন জাতিসংঘের আশ্রয় শিবিরে অবস্থান করছে। গত বছরই জাতিসংঘ বলেছিল যে দক্ষিণ সুদানের খাদ্য সংকট পরিস্থিতি এখন বিশ্বের মধ্যে সবচাইতে খারাপ।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দেশটির প্রায় অর্ধেক মানুষ এখন মারাত্মক খাদ্যাভাবে ভুগছে।