সৌদী রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ.এম. আল মুতাইরীকে সংবর্ধনা
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে ঢাকা ওয়েসটিন এ অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভেচ্ছা সংবর্ধনা দেয়া হল বাংলাদেশে নিযুক্ত সৌদী রাষ্ট্রদুত আব্দুল্লাহ এইচ.এম. আল মুতাইরীকে। গতকাল সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যক্ষ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভি সি প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। আয়োজিত সংবধর্না অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মিসরের রাষ্ট্রদুত ও কুটনৈতিক কুরের ডিন ড. মাহমুদ ইজ্জত, কুয়েতের রাষ্ট্রদুত মি. আদেল মোহাম্মদ এ.এইচ. হায়াত। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাতার দুতাবাসের সেকেন্ড সেক্রেটারি মি. মোহাম্মদ মিসলেহ্ ওতাইবি, সৌদি দুতাবাসের উদ্ধর্তন কর্মকর্তা মি. নাাসের আদ-দাউস। গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমাজ উদ্দিন, প্রফেসর ড. এম. এ. ফয়েজ, সাবেক বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ, হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের ব্যাবস্থাপনা পরিচালক, ড. ইউসূফ হারুন ভুঁইঞা, কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সাইয়্যেদ মোঃ ইব্রাহিম, বিশ্ববিদ্যালয়ের মজলিস উমানার সদস্য ও এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ফজল বুলবুল, আলহাজ্ব মালেক মোল্লাসহ অন্যান্য অতিথিবৃন্দ। নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এ সংবর্ধনা মুলত আমার বাদশা এবং সৌদি জনগণের প্রতি সম্মান প্রদর্শন। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদীর ভ্রাত্যিত্ব¡পূর্ণ সম্পর্ক চিরদিনের, বাংলাদেশের প্রতি সবসময় সৌদী সহযোগিতা অব্যহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশ খুব শিঘ্রই বিশ্বের বুকে মুখ উজ্জল করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি