স্বাধীনতার শতবর্ষে পর্বত উপহার নরওয়ের
২০১৭ সালের ৬ ডিসেম্বর ফিনল্যান্ডের স্বাধীনতা দিবসের শতবর্ষ পূর্ণ হবে। সেদিন পর্বতবিহীন দেশ ফিনল্যান্ডকে একটি আস্ত পর্বত উপহার দিতে চলেছে প্রতিবেশী রাষ্ট্র নরওয়ে। নরওয়ে ও ফিনল্যান্ডের উত্তর দিকের সীমারেখা মাত্র ৪৯০ এবং পূর্বের রেখা মাত্র ৬৫০ ফুট। তাই এদিক-ওদিক করলেই ফিনল্যান্ড পেয়ে যাবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলোর একটি।
দুই দেশের সীমানায় অবস্থিত ‘হালটি’ পর্বতটি ফিনল্যান্ডকে দিতে ইচ্ছুক নরওয়ে। পর্বতটি উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার ফুট উঁচুতে। প্রতিবেশীকে পর্বতটি উপহার দিলে নরওয়ের ০.০১৫ বর্গমাইল জায়গা চলে যাবে ফিনল্যান্ডের দখলে।
উল্লেখ্য, নরওয়েতে অবস্থিত ২০০টি পর্বতের তালিকায় ঠাঁই পায়নি এই ‘হালটি’ পর্বত। তাই জমি হাতছাড়া হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র চিন্তিত নয় নরওয়ে। উল্টো প্রতিবেশী পর্বতহীন রাষ্ট্রকে ইতিহাস সৃষ্টি করার মতো উপহার দিয়ে দেশটি গর্বিত হতে ইচ্ছুক।