মালয়েশিয়ায় চালু হলো প্রথম ইসলামী ফ্লাইট
মালয়েশিয়ায় চালু হয়েছে প্রথম ইসলামী ফ্লাইট। কুয়ালালামপুর বিমান বন্দর থেকে ১৫০ জন যাত্রী নিয়ে ‘রায়ানি এয়ারে’র একটি বিমান দেশটির পর্যটন কেন্দ্র ‘লাঙ্গাওয়ি’তে গেছে।
ইসলামী অনুশাসন মেনে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এবং মহিলা ক্রুদের সবাই হিজাব বা ইসলামী শালীন পোশাক পরে যাত্রীদের সেবা দিচ্ছেন। বিমান কর্তৃপক্ষ সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করছে।
কোনো ধরনের মদ সরবরাহ করা হচ্ছে না। এছাড়া যাত্রা শুরু হচ্ছে কুরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে।
বর্তমানে ‘রায়ানি এয়ার’ দু’টি বোয়িং-৭৩৭ বিমানকে এ ক্ষেত্রে কাজে লাগাবে। ভবিষ্যতে এ ধরনের ইসলামী ফ্লাইটের সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভের পর থেকেই ইসলামী ফ্লাইট চালু করা হয়েছে। ইরানের সব ফ্লাইট ইসলামী আইন অনুযায়ী পরিচালিত হয়। এছাড়া ইরানের প্রতিটি বিমানে নামায পড়ার জন্য আলাদা স্থান রাখা হয়েছে।