নৌকা-শরণার্থী জিতলেন চার লক্ষের লটারি
বরাতের জোর বোধ হয় একেই বলে। প্রাণ বাঁচাতে প্রাণ হাতে নিয়ে ঠাসাঠাসি করে চড়ে বসেছিলেন নৌকায়। সমুদ্র পার করে চলেছিলেন অজানা দেশের উদ্দেশ্যে। স্পেনের অস্থায়ী আশ্রয় শিবিরে থেকেছেন প্রায় চার বছর। সেই তিনিই এখন চার লাখ ইউরোর মালিক!
গল্প নয়, সেনেগালের এক শরণার্থীর প্রাপ্তিযোগ এমনই। ২০০৭ সালে স্ত্রীকে সঙ্গে নিয়ে কাঠের নৌকায় উঠেছিলেন নেগানে। নৌকায় ছিলেন আরো ৬৫ জন। সে দিনের কথা বলতে বলতে এখনো কেঁপে ওঠে নেগানের গলা। আট বছর ধরে তিনি একটি খামারে ফসল তোলার কাজ করেছেন।
লটারির টিকিট কাটার কয়েক দিন আগেই তিনি সেই চাকরি খুইয়েছেন। স্পেনের বিখ্যাত লটারি সংস্থা ‘এল গর্দো’র থেকে তিনি টিকিটটি কেনেন।
লটারি পাওয়ার খবর পেয়ে তিনি স্পেন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।