সৌদি আরবে ছুরিকাঘাতে বাংলাদেশী নিহত
সৌদি আরবের রাজধানী রিয়াদে ইথিওপিয়ার এক নাগরিকের ছুরিকাঘাতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার বাংলাদেশী। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এর পরপরই সন্দেহভাজন দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
নিহত বাংলাদেশীর নাম আবদুল হালিম। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার ছালিয়াকান্দি গ্রামে। প্রয়াত রেনু মিয়ার ছেলে হালিমের একটি মেয়েসন্তান রয়েছে।
আহত চারজন হলেন নজরুল, ইকবাল, জসিম ও মোতালেব। তাঁদের মধ্যে নজরুলের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। ইকবালের বাড়ি ঢাকায়। আর জসিম ও মোতালেবের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
আহত চারজনকেই স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ইকবালের অবস্থা আশঙ্কাজনক।
জানাযায়, বুধবার সন্ধ্যায় জামাল কমার্শিয়াল মার্কেটে রিয়াদের সাথে ইথিওপীয় একাধিক নাগরিকের কথাকাটাকাটি হচ্ছিল ওই চার বাংলাদেশীর। এর একপর্যায়ে তাঁদের ছুরিকাঘাত করেন ইথিওপীয়রা। ছুরিকাঘাতের পর হালিমকে রিয়াদের সিমেছি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।