মিয়ানমার নৌ-বাহিনীর হাতে ২০০ বাংলাদেশি আটক
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার নৌ-বাহিনীর হাতে প্রায় ২০০ বাংলাদেশি আটক হয়েছেন। সোমবার রাতে মিয়ানমার জলসীমায় এসব বাংলাদেশি ধরা পড়ে বলে গোয়েন্দা সংস্থাগুলো মঙ্গলবার রাতে নিশ্চিত করেছে।
গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে গত ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন উপকূল থেকে ছোট ছোট জেলে বোটে করে প্রায় দেড় হাজার বাংলাদেশি ও মিয়ানমার নাগরিক প্রায় দেড়শ কিলোমিটার গভীরে অবস্থিত কয়েকটি বড় জাহাজে ওঠে। এরমধ্যে প্রায় সাড়ে ৩০০ লোকসহ একটি জাহাজ সোমবার রাতে মিয়ানমার জলসীমা থেকে আটক করে মিয়ানমার নৌ-বাহিনী। ধরা পড়া জাহাজটি থাইল্যান্ডের বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের মধ্যে প্রায় ২০০ বাংলাদেশি এবং বাকিরা মিয়ানমারের আরাকান রাজ্যের (রাখাইন এস্টেট) রোহিঙ্গা মুসলিম।