ইরানের সংসদ নির্বাচনে রেকর্ড ১২০০০ প্রার্থী
ইরানে আগামী ফেব্রয়ারি মাসে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে প্রার্থী হতে আবেদন করেছেন রেকর্ড সংখ্যক ১২,০০০ এর বেশি প্রার্থী। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর এই প্রথম এতো সংখ্যক লোক প্রার্থী হতে আবেদন করলেন বলে শনিবার জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
গত শুক্রবার ছিল আবেদনে শেষ তারিখ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর আগে ২০১২ সালের সংসদ নির্বাচনে যত লোক প্রার্থী হতে আবেদন করেছিলেন এবার তার দ্বিগুণ লোক আবেদন করেছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, শেষ মুহূর্ত পর্যন্ত ১২,১২৩ জন প্রার্থী আবেদন জমা দিয়েছে যাদের মধ্যে ১,৪৩৪ জন নারী।
২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ২৯০টি আসনের বিপরীতে আবেদনকারী প্রার্থীদের ১১ ভাগ নারী।
তবে ইরানের গার্ডিয়ান কাউন্সিল যাচাই বাছাই করার পর প্রার্থীর সংখ্যা কমে আসবে বলে ধারনা করা হচ্ছে।