শরণার্থী শিশুদের জন্য ৮৫০০ শিক্ষক নিয়োগ
শরণার্থী শিশুদের জন্য প্রায় ৮ হাজার ৫শ’ শিক্ষক নিয়োগ দিয়েছে জার্মানি। এ বছর হাজার হাজার শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে বহু শিশুও আছে যারা বাবা-মায়ের সঙ্গে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। এসব শিশুর পড়াশোনার কথা মাথায় রেখেই জার্মান সরকার শিক্ষক নিয়োগের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে বলে সোমবার জানিয়েছে ডাই ওয়েল্ট ডেইলি পত্রিকা। এএফপি। যুদ্ধ এবং দুর্দশাগ্রস্ত দেশ থেকে প্রায় ১ লাখ ৯৬ হাজার শিশু এ বছর জার্মানির বিভিন্ন স্কুলে ভর্তি হয়েছে। আর দেশে আগত নতুন শিশুদের পড়াশোনার জন্য ৮ হাজার ২৬৪টি বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে যেন তারা সে দেশে তাদের বয়সী শিশুদের সঙ্গে মানিয়ে নিতে পারে। জার্মানির প্রায় ১৬টি প্রাদেশিক রাজ্যে এ বিশেষ শিক্ষা কর্মসূচি নেয়া হয়েছে বলে একটি জরিপের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে।