সহায়তার অর্থ বাংলাদেশে নয় ব্রিটেনে ব্যয় হওয়া দরকার
যুক্তরাজ্যে বন্যা ভয়াবহ রূপ নেয়ার প্রেক্ষিতে এক ব্রিটিশ এমপি বলেছেন, বিদেশি সহায়তার অর্থ বাংলাদেশে নয় বরং দেশেই ব্যয় হওয়া উচিত। লেবার পার্টির এমপি সিমন ডাঙ্কজুক বিবিসি রেডিও ম্যানচেস্টারকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, আমরা কেন অর্থ বাংলাদেশে ব্যয় করবো যখন ব্রিটেনে অর্থ ব্যয় করার প্রয়োজন রয়েছে। এখানে কী সমস্যা হচ্ছে সেটা নির্ধারণ করতে হবে কোনো উন্নয়নশীল দেশে নয়। এটাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। তিনি বলেন, বন্যা মানুষের জন্য দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা যা সঠিক তাই করতে হবে। অর্থ কোনো উন্নয়নশীল দেশের চেয়ে নিজেদের দেশেই ব্যয় করা দরকার।
উত্তর ইংল্যান্ডে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। বন্যায় আক্রান্ত লোকজনকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে আনার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধার কর্মীরা। উদ্ধার কাজ চালাতে ইয়র্ক শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটির উত্তরের প্রায় সবকটি নদী ফুলে ফেঁপে রেকর্ড লেভেলে গিয়ে পৌঁছেছে। অনেক এলাকাতেই পানি এখনো বাড়ছে। বিরামহীন বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় বহু বাড়িঘর পানিতে ডুবে গেছে। অনেক জায়গাতেই বিদ্যুৎ নেই। বন্যার সতর্কতা জারি করা হয়েছে স্কটল্যান্ড এবং ওয়েলসেও।