আফগানিস্তানে আরো আমেরিকান সেনা
আফগানিস্তানে ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেল তালেবান বিদ্রোহ দমনে সংগ্রামরত স্থানীয় বাহিনীগুলোকে সহায়তা দিতে আরো আমেরিকান সেনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।
জেনারেল ক্যাম্পবেল গত মঙ্গলবার ইউএসএ টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ২০১৫ সালের দ্বিতীয়ার্ধে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে, বিদ্রোহী হামলা বেড়েছে এবং তালেবান ও জাতীয় বাহিনীগুলোর মধ্যেও হতাহতের সংখ্যা বাড়ছে।
এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যে এক হাজার সেনা রেখে বাকি সেনা প্রত্যাহারের অঙ্গীকার থেকে সরে এসেছেন।
ক্যাম্পবেল বলেন, তিনি ওবামা প্রশাসনকে সর্বোচ্চ সংখ্যক সেনা যত দীর্ঘদিন সম্ভব আফগানিস্তানে রাখার আহ্বান জানাবেন এবং আরো আমেরিকান সেনা পাঠানোর অনুরোধ করবেন। -বিবিসি