কারাগারে থেকেও নির্বাচিত গউছ
হবিগঞ্জ পৌরসভায় বিজয়ী হয়েছেন জি কে গউছ। এ নিয়ে তৃতীয়বারের মতো এ পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হলেন তিনি। কিবরিয়া হত্যা মামলার আসামি হিসেবে গউছ কারাগারে রয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউছের পক্ষে নির্বাচন পরিচালনা করেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। নির্বাচনে তিনি ১০ হাজার ৭৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মিজানুর রহমান মিজান পেয়েছেন ৯ হাজার ২৬৪ ভোট। আওয়ামী লীগের আতাউর রহমান সেলিম ৭ হাজার ৪০৩ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন। হবিগঞ্জ পৌরসভায় ৪৪ হাজার ১২৩ ভোটের মধ্যে কাস্টিং হয় ২৮ হাজার ৩৯৯ ভোট। বাতিল হয় ৪৬৪ ভোট। ভোট চলাকালে কয়েকটি কেন্দ্রে গোলযোগের ঘটনা ঘটলেও অন্য কেন্দ্রগুলোতে নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ।