ব্রিটেনে মসজিদে অগ্নিসংযোগ : মুসলিম সম্প্রদায় শঙ্কিত
ব্রিটেনের হার্লো এসেক্সে অবস্থিত একটি মসজিদে গত সোমবার রাতে সন্দেহভাজন মুসলিমবিদ্বেষীরা অগ্নিসংযোগ করে। তাছাড়া মুসলিমদের ওপর হামলা বেড়ে যাওয়ায় শংকিত হয়ে পড়েছে ব্রিটেনের মুসলমানরা। ইসলামিক সেন্টারের ভাইস প্রেসিডেন্ট জিয়া রেহমান বেলফাস্ট টেলিগ্রাফকে বলেন, এটা দুঃখজনক এবং আমরা খুবই মনঃক্ষুণ হয়েছি। তিনি আরো বলেন, আমরা সকলের মধ্যে সেতু বন্ধনের জন্য স্থানীয় সম্প্রদায়ের মাঝে কঠোরভাবে কাজ করছি। আমরা আশা করেছিলাম, আমাদের এই ধরনের সমস্যা হবে না। তবে সমাজের মধ্যে এমন কিছু উপাদান আছে, যা এ ব্যাপারে অখুশী এবং এখানে সমস্যা আছে। এর আগে পুলিশ জানায়, গত ২৬ আগস্ট সোমবার রাত ১০:৩০ মিনিট থেকে ভোর ৪:০০ মধ্যে হার্লো এসেক্সের প্রিংডন রোডে অবস্থিত হার্লো ইসলামিক সেন্টারে আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে ঐ হামলায় কেউ আহত হয়নি। তবে ইসলামিক সেন্টারের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও পুলিশ এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছে তবে, রেহমানের ধারণা মুসলিমবিদ্বেষীরাই এই ঘটনায় জড়িত থাকতে পারে। হার্লোতে মুসলিম সম্প্রদায় গড়ে উঠায় ১৮ বছর আগে মসজিদটি স্থাপন করা হয়। বর্তমানে এখানে ২ হাজার মুসলমানের সমন্বয়ে একটি শক্তিশালী সম্প্রদায় গড়ে উঠেছে। ওলউইচ হত্যাকা-ের পর ইসলামবিদ্বেষী হামলা আগের তুলনায় ১০ গুন বেড়ে গেছে। মুসলমানদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবে গত জুলাই মাসে পশ্চিম মিডল্যান্ডের আলাদা আলাদা মসজিদ লক্ষ্য করে ৩টি বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। টেল মামার এক প্রতিবেদনে বলা হয়, ওলউইচ ঘটনার পর ২১২টি মুসলিমবিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটি বৃটেনে মুসলিমবিদ্বেষী হামলা পর্যবেক্ষণ করে থাকে। এসব হামলার মধ্যে ১১টি মসজিদে হামলার ঘটনা রয়েছে।
এদিকে স্থানীয় কর্মকর্তারা এই হামলার নিন্দা জানিয়েছেন। হার্লো কাউন্সিলের উপনেতা হুইল রড ট্রুয়ান বলেন, আমরা পুলিশ ও ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ করেছি এবং আমরা তাদেরকে যে কোন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছি।