যুদ্ধাপরাধে অভিযুক্ত হতে পারেন যুক্তরাজ্যের সেনারা
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হতে পারেন ইরাকে দায়িত্ব পালন করা যুক্তরাজ্যের সেনারা। সেনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দায়িত্বে পাওয়া সংস্থার প্রধান এই কথা জানিয়েছেন।
ইরাকে ঐতিহাসিক অভিযোগ সংক্রান্ত টিমের প্রধান মার্ক ওয়ারউইক বলেছেন, এমন অনেক অভিযোগ আছে যেটা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে কী না সেটা নিয়ে আলোচনা হতে পারে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই অভিযোগগুলোকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছে। ইরাকে যুক্তরাজ্যের সেনাবাহিনীর দুটি অপকর্মের তদন্ত ইতিমধ্যে করেছে সংস্থাটি যার মধ্যে একটি হত্যাকান্ডও রয়েছে।
পুলিশের সাবেক গোয়েন্দা ওয়ার-উইক বলেন, আগামী ১২ থেকে ১৮ মাস আমরা সবগুলো অভিযোগ খতিয়ে দেখে পুরো চিত্রটা বোঝার চেষ্টা করবো। এবং সম্ভবত ২০১৯ সালের মধ্যে বিচার কার্যপ্রণালী শুরু করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরাকে যুক্তরাজ্যের সেনাদের বেশিরভাগই সঠিক নিয়ম ও আইন মেনে চলেছে। কিন্তু যাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে তাদের বিচারের মুখোমুখি করা যেতে পারে।
ধারণা করা হচ্ছে এটা করতে করতে ২০১৯ সাল পর্যন্ত সময় লাগবে।