ট্রাম্পকে নিষিদ্ধের ব্যাপারে এ মাসেই বৃটিশ পার্লামেন্টে বিতর্ক
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শীর্ষ মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করা হবে কিনা, তা নিয়ে এ মাসের শেষের দিকে বিতর্ক হবে বৃটিশ পার্লামেন্টে। এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। বৃটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে ৫ লাখ ৬০ হাজারেরও বেশি নাগরিক ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার পক্ষে পিটিশনে স্বাক্ষর করেন। পার্লামেন্টের কোন পিটিশনে ১ লাখ মানুষ স্বাক্ষর করলে, তা নিয়ে পার্লামেন্টে বিতর্ক আয়োজন করতে হয়। অবশ্য ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ না করার আরেকটি পিটিশনে ৪০ হাজার বৃটিশ স্বাক্ষর করেছেন।
এ নিয়ে ১৮ই জানুয়ারি বিতর্ক আয়োজন করা হবে বৃটিশ পার্লামেন্টে। হাউজ অব কমন্সের পিটিশন্স কমিটির চেয়ারওমেন হেলেন জোনস বলেন, বিতর্কের ফলে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও মতামত প্রকাশিত হবে। তবে ওই বিতর্কে আইনপ্রণেতারা যদি কোন উপসংহারে পৌঁছেনও, তবে তা বাধ্যতামূলক ভাবে প্রয়োগ হবে না।
মুসলমানদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা ও বৃটেনের রাজধানী লন্ডনে চরমপন্থী মুসলমানদের আধিক্যের দাবি করে ব্যাপক বিতর্কের মুখে পড়েন ট্রাম্প। এতে বৃটেনের বহু প্রখ্যাত ও প্রভাবশালী ব্যক্তি নিন্দা জানান। তখনই ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়ে পিটিশন খোলা হয়।