জিসিএসই ও এ-লেভেল পরীক্ষার সময়সূচীতে পরিবর্তন
পবিত্র মাস রামাদানের কারণে ইংল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের এবারের জিসিএসই এবং এ-লেভেল পরীক্ষার সময়সূচীতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে ঘোষণা দিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ড দ্যা জয়েন্ট কাউন্সিল ফর কুয়ালিফিকেশনস সংক্ষেপে জেসিকিউ। এবার পবিত্র রামাদান শুরু হবে (চাঁদ দেখা সাপেক্ষে) জুন মাসের ৬ তারিখ থেকে। অন্যদিকে ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে জিসিএসই এবং এ-লেভেল পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ই মে থেকে ২৯শে জুনের ভেতরে। রামাদানের কারণে মুসলিম শিক্ষার্থীতের পরীক্ষায় যাতে ব্যাঘাত না ঘটে সে জন্য বিশেষ কিছু পরীক্ষা দিনের প্রথমার্ধ্বে গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
রামাদানের কারণে মুসলিম শিক্ষার্থীদের পরীক্ষায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে স্কুলের প্রধান শিক্ষকরা সতর্ক করার পর থেকে বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছে জেসিকিউ। প্রতিবছর পরীক্ষার আগে বিভিন্ন রিলিজিয়ান গ্রুপ, ইংল্যান্ডের স্কুলগুলোর প্রধান শিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা করে পরীক্ষার সময়সূচী নির্ধারন করে থাকে এক্সাম বোর্ড। ২০১৩ সাল থেকে ইউকের মুসলিম কমিউনিটির সঙ্গেও পরীক্ষার সময়সূচী নির্ধারণে আলোচনা করে আসছে বোর্ড। পশ্চিমা ক্যালেন্ডারের চেয়ে মুসলিম বা ইসলামিক ক্যালেন্ডার একটু ভিন্ন। বছরে ১০ দিন করে ইসলামিক ক্যালেন্ডারের সময় এগিয়ে আসে। এ কারণে এবার জিসিএসই পরীক্ষা এবং রামাদান পড়ে যাচ্ছে এক সঙ্গে। এবার রামাদান শুরু হবে (চাঁদ দেখা সাপেক্ষে) ৬ জুন থেকে। চলবে ৫ জুলাই পর্যন্ত। অন্যদিকে জিসিএসই এবং এ লেভেল শুরু হবে মে মাসের ১৬ তারিখ থেকে ২৯শে জুনের ভেতরে। রামাদানে অনেক মুসলিম শিক্ষার্থী উপবাস করে থাকেন। মুসলিম রীতি অনুযায়ী বিভিন্ন ইবাদাতে মনোযোগি হন। এর প্রভাবে জিসিএসই বা এ লেভেল পরীক্ষায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে এ জন্য সময় সূচীতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রামাদানের ভেতরে বেশির ভাগ পরীক্ষা বিকেলে গ্রহণ না করে সকালে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে ইংলিশ এবং ম্যাথের মতো কঠিন কিছু বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে দিনের প্রথমার্ধ্বে।