সরকারি হজ প্যাকেজ ৩ লাখ ৬০ হাজার টাকা
চলতি বছর সরকারিভাবে হজে যেতে খরচ পড়বে জনপ্রতি ৩ লাখ ৬০ হাজার টাকা। আর কোরবানি ছাড়া খরচ পড়বে জনপ্রতি ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় হজ ও ওমরা নীতি ২০১৬ এবং হজ প্যাকেজ ২০১৬ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, মন্ত্রিসভা হজ প্যাকেজ অনুমোদন দিয়েছে। হজের জন্য সরকারিভাবে খরচ ধরা হয়েছে কোরবানিসহ ৩ লক্ষ ৬০ হাজার ২৮ টাকা। মৌলিক ও অভিন্ন খরচ ১ লক্ষ ৫৫ হাজার ৪৪১ টাকা। গত বছরের চেয়ে এবার মৌলিক ও অভিন্ন খরচ বেড়েছে ৭ হাজার টাকা।
এছাড়া সরকারিভাবে ৫ হাজার এবং বেসরকারিভাবে ১ লক্ষ ৮ হাজার ৮৬৮ জন এবার হজে যাওয়ার সুযোগ পাবেন বলেও মন্ত্রিসভায় জানানো হয়।