যুক্তরাষ্ট্রের ১০ মেরিন সেনাকে মুক্তি দিল ইরান

USAইরানের পানিসীমায় অনুপ্রবেশের দায়ে আটক যুক্তরাষ্ট্রের ১০ মেরিন সেনাকে মুক্তি দেয়া হয়েছে। অনুপ্রবেশের জন্য আমেরিকার পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর এসব সেনাকে মুক্তি দেয়া হয়।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জনসংযোগ দপ্তর বুধবার  এক বিবৃতিতে এসব যুক্তরাষ্ট্রের মেরিন সেনাকে মুক্তি দেয়ার কথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পারস্য উপসাগরে অবস্থিত ‘ফার্সি’ দ্বীপের কাছে ইরানি পানিসীমায় যুক্তরাষ্ট্রের দুই নৌযান অনুপ্রবেশের পর ১০ যুক্তরাষ্ট্রের মেরিন সেনাকে আটক করে আইআরজিসি।  যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদলে নয় জন পুরুষ এবং একজন মহিলা সদস্য ছিল।
আটক মেরিন সেনাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইরানের সংশ্লিষ্ট রাজনৈতিক এবং জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ এ জিজ্ঞাসাবাদ করেছে। দলটি বিনা উদ্দেশ্যে ইরানের পানিসীমায় ঢুকেছে বলে জিজ্ঞাসাবাদের মধ্যদিয়ে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া, এ জাতীয় ঘটনা আর ঘটবে না বলেও নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সেনারা।
এদিকে, অনুপ্রবেশের জন্য ক্ষমাও চায় আমেরিকা। আর এ পরিপ্রেক্ষিতে তাদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আইআরজিসি’র নৌ ইউনিটের জাহাজের নজরদারিতে আটক মার্কিন ১০ সেনাকে আন্তর্জাতিক পানিসীমায় ছেড়ে দেয়া হয়।
আটক যুক্তরাষ্ট্রের সেনাদের মুক্তির বিষয়টি যুক্তরাষ্ট্রের কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নিউজ চ্যানেল সিএনএন। মুক্তিপ্রাপ্ত মেরিন সেনারা ক্ষেপণাস্ত্রবাহী যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আনজিও’তে উঠেছেন বলে খবরে জানানো হয়েছে। –আইআরআইবি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button