নিউ ইয়র্ক টাইমসে সিরিয়ার হ্যাকারদের হামলা
সিরিয়ার হ্যাকারদের হামলায় নিউ ইয়র্ক টাইমস, টুইটার ও হাফিংটন পোস্টের কোনো কোনো ওয়েবসাইট অচল হয়ে গেছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টায় এ হামলা করা হয়। হামলার প্রায় তিন ঘণ্টা পরে নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইট আবার আংশিকভাবে চালু হয়েছে বলে দৈনিকটির পক্ষ থেকে দাবি করা হয়।
সংকট পুরোপুরি না কেটে যাওয়া পর্যন্ত দৈনিকটির কর্মীদের ইমেইল পাঠানোর বিষয়ে সতর্ক থাকতে বলেছেন নিউ ইয়র্ক টাইমসের প্রধান তথ্য কর্মকর্তা।
সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি (এসইএ) নামের একটি হ্যাকার গোষ্ঠী মঙ্গলবার শেষ বেলায় টুইটারে দেয়া ধারাবাহিক বার্তায় টুইটার ও হাফিংটন পোস্টের ওয়েবসাইটে হামলার দাবি করে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের শত্রু হিসেবে পরিচিত মার্কিন গণমাধ্যমগুলোর ওয়েবসাইটে এর আগেও এ গোষ্ঠী সাইবার হামলা করেছে।
সম্প্রতি ওয়াশিংটন পোস্ট, সিএনএন এবং টাইমস ম্যাগাজিনের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এ গোষ্ঠীর সমর্থকরা ওই সব হামলার সঙ্গে জড়িত ছিলো বলে ধারণা করা হচ্ছে।
গত জানুয়ারি মাসে নিউ ইয়র্ক টাইমস বলেছিল, হ্যাকাররা তাদের ওয়েবসাইটে হামলা করে ৫৩ জন কর্মীর পাসওয়ার্ড চুরি করেছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও-এর পারিবারিক সম্পদ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ওই সাইবার হামলা হয়।
সাইবার নিরাপত্তাসংক্রান্ত সংস্থা ম্যাকফির প্রধান প্রকৌশলী মাইকেল ফে স্বীকার করেছেন, সাইবার হামলা প্রতিহত করার জন্য প্রযুক্তি বা কৌশল যাই গ্রহণ করা হোক না কেনো এ ধরনের হামলা পুরোপুরি ঠেকানোর কোনো বিদ্যা এখন পর্যন্ত আবিস্কৃত হয়নি।