৩ বছর পর আবার ইউটিউব খুললো পাকিস্তানে

Youtube৩ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর পাকিস্তান সরকার সে দেশে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবকে আবার উন্মুক্ত করে দিয়েছে। ইসলাম ধর্মের জন্য অবমাননাকর ভিডিও পোস্টিংয়ের অভিযোগে পাকিস্তান ইউটিউবকে নিষিদ্ধ করেছিল।
পাকিস্তানের টেলিকম খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা এখন বলছে যেহেতু ইউটিউব কর্তৃপক্ষ এখন পাকিস্তানের জন্য আলাদা করে একটি ভার্সন শুরু করেছে তাই এই নিষেধাজ্ঞা রাখার আর কোনো প্রয়োজন নেই।
ধারণা করা হচ্ছে, পাকিস্তানের জন্য নির্দিষ্ট এই ইউটিউব ভার্সনে সরকার কনটেন্ট ফিল্টার করতে পারবে, অর্থাৎ তাতে কী দেখা যাবে না-যাবে সেটার ওপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকবে।
পাকিস্তানের তরুণ প্রজন্মের অনেকেই ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন।
তবে অনেক অ্যাক্টিভিস্ট আবার দাবি তুলেছেন সরকারের সঙ্গে ইউটিউবের মালিক সংস্থা গুগল-এর কী শর্তে আপস রফা হয়েছে তা প্রকাশ করতে হবে।
তারা বলছেন, সরকার ও গুগলের মধ্যে সমঝোতার শর্তগুলো প্রকাশ করা দরকার গোটা বিষয়টায় স্বচ্ছ্বতা নিশ্চিত করার জন্যই।
ইতোমধ্যে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির একজন কর্মকর্তা বিবিসির কাছে এ কথা নিশ্চিত করেছেন যে দেশের সব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ইউটিউবে অ্যাঙেস খুলে দিতে নির্দেশ দেয়া হয়েছে।
২০১২ সালে যুক্তরাষ্ট্রের নির্মিত বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইউটিউবে আপলোড হওয়ার পরেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ওই সাইটটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button