শারলেট এখন আসল রাণী
বয়স মাত্র ৮ মাস, কিন্তু এরই মধ্যে জায়গা করে নিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় হ্যা ঠিকই শুনেছেন, মাত্র ৮ মাস বয়সেই বাবা, মা আর ভাইয়ের জনপ্রিয়তাকেও হারিয়ে দিয়েছেন তিনি।
কে তিনি? আর কেউ নন, তিনি হলেন ব্রিটিশ রাজবংশের ভবিষ্যৎ উত্তরাধিকারীনি ছোট্ট প্রিন্সেস শারলেট।
৮ মাস বয়স হলেও প্রিন্সেস শারলেট টেটলার প্রকাশিত ‘পিপল হু রিয়েলি ম্যাটারস’ তালিকার প্রথম স্থান দখল করেছেন। তালিকার চতুর্থ স্থানে তার ভাই প্রিন্স জর্জ, তৃতীয় স্থানে তার বাবা প্রিন্স উইলিয়াম-ডিউক অফ কেমব্রিজ এবং যাকে পেছনে ফেলে তিনি প্রথম হয়েছেন তিনি হলেন তার মা কেট- ডাচেস অফ কেমব্রিজ ।
এই সোশ্যাল ম্যাগাজিনের তালিকার পঞ্চমে থাকা অন্য ব্রিটিশ রাজবংশীয় হলেন রাণী এলিজাবেদ। ষষ্ঠ নম্বরে লেডি কিটি স্পেন্সার, সপ্তমে লেডি ভায়োলেট ম্যানারস, অষ্টম লেডি এলাইস ম্যানারস, নবম এলিজা ম্যানারস এবং দশম হয়েছেন জিলি কুপার।
জন্মের এক বছর পরে প্রিন্স জর্জ তালিকার প্রথম হয়েছিলেন। কিন্তু তার ছোট বোন আসার পরে তার স্থান হয় তালিকার চতুর্থে।
গত বছরের মে মাসের ২ তারিখে জন্ম হওয়া শারলেটকে ‘আনন্দের এক টুকরো’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। যে কিনা এত ছোট হওয়ার পরেও সবার মন জয় করে নিয়েছে। যদিও রাজপরিবার থেকে শারলেট সম্পর্কে খুব কম তথ্যই বাইরে প্রকাশ করা হয়।
ম্যাগাজিন টেটলার কিভাবে এই তালিকা প্রস্তুত করে তা তারা প্রকাশ করেনি। কিন্তু এসব ব্যক্তিদের প্রতি পাঠকের আগ্রহ, ফেসবুক ও টুইটারে ছবি ও সংবাদ শেয়ার করা তথ্যকে তারা সন্নিবেশিত করেছে বলে জানিয়েছে।