ওআইসির বৈঠকে ইরানের নিন্দা
মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দুটি দেশের মধ্যকার বিরোধে সৌদি আরবের পক্ষ নিয়ে ইরানের নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংগঠন ইসলামি সম্মেলনে সংস্থা (ওআইসি)।
৫৭ সদস্য বিশিষ্ট সংস্থাটির ২৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠকে বৃহস্পতিবার ইরানের নিন্দা জানিয়ে একটি চূড়ান্ত প্রস্তাব প্রকাশ করেছে।
বৈঠকে তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার প্রতিনিধি দল অংশ নেয়।
ওআইসির সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচিও অংশ নেন।
গত ২ জুন তেহরানে সৌদি দূতাবাসে হামলার পর আরাকচি হলেন প্রথম কোনো ইরানি মন্ত্রী যিনি সৌদি সফর করলেন।
ওআইসির বিবৃতিতে ইরানের সৌদি দূতাবাসে ‘আগ্রাসনের’ নিন্দা জানানো হয় এবং ইরানের ‘উসকানিমূলক’ বিবৃতি প্রত্যাখ্যান করা হয়।
বিবৃতিতে বাহরাইন, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে ইরান হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করা হয়। তবে ইরান ও লেবানন ওই বিবৃতি সমর্থন করেনি।
জানুয়ারির শুরুতে সৌদি শিয়া আলেম শেখ নিমর আল–নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর রিয়াদ ও তেহরানের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ভেঙে গেছে।