খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা অনুমোদন
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালায়। আজ রোববার এ অনুমোদনের চিঠি হাতে পেয়েছেন আবেদনকারী আওয়ামী লীগ সমর্থক আইনজীবী নেতা মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। কাল সোমবার বিচারিক আদালতে মামলা করবেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে বেগম খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদের বিষয়ে সঠিক তথ্য থাকা দরকার। তিনি বলেন, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।
এরপর ২৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যে দেশদ্রোহী’ মনোভাব পাওয়া যাচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। নোটিশের জবাব না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান তিনি। গত বুধবার (২১ জানুয়ারি) রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে মেহেদী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। সোমবার বিচারিক আদালতে মামলা করবো।
অন্যদিকে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্যে সঠিক; এতে রাষ্ট্রদ্রোহের কিছু নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হসেনে। তিনি বলেন, খালেদা জিয়া বলেছেন মুক্তিযুদ্ধে শহীদদের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে সঠিক তথ্য থাকা দরকার। এই বক্তব্যে কোনভাবে রাষ্ট্রদ্রোহ হয় না।