ভারত-ফ্রান্স ১৪ চুক্তি সই

India-Franceভারত ও ফ্রান্সের মধ্যে ১৪টি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর হয়েছে। সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ওলান্দ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বৈঠকের মাধ্যমে এসব চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে ফ্রান্স থেকে ৩৬ রাফায়েল যুদ্ধবিমান ক্রয়, ভারতের রেল খাতকে আরও সম্মৃদ্ধ করতে ৮০০টি রেলওয়ে কোচ ক্রয় ও ৬টি বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপনের চুক্তি উল্লেখযোগ্য।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের নয়াদিল্লিতে এক বৈঠকে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার ব্যাপারে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন ওলান্দ ও মোদি। যদিও এর আর্থিক খুঁটিনাটি বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মোদি। তবে অল্প সময়ের মধ্যেই সে প্রক্রিয়াও সম্পন্ন হবে বলে মোদিকে আশ্বস্ত করেছেন ওলান্দ।
তিন দিনের সফরে রোববার ভারতে আসেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ।
দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, ফ্রান্সের ডাসাউল্ট বিমান কোম্পানি ওই যুদ্ধবিমান তৈরি করে। গতবছরের এপ্রিল মাসে মোদির ফ্রান্স সফরের পর থেকে এ যুদ্ধবিমান কেনার বিষয়ে অর্থ সম্পর্কিত দিক চূড়ান্ত করতে কাজ করছে দুই দেশ। এবার ওলান্দের ভারত সফরের মধ্য দিয়ে সেই চুক্তি চূড়ান্ত ফলাফলের দিকে যাচ্ছে। ফ্রান্সের কাছ থেকে ভারতের রাফায়েল যুদ্ধবিমান কেনা একটি বিশাল প্রকল্প, যার মাধ্যমে আগামী ৪০ বছরের জন্য দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তি সহায়তা বাড়বে। মোদির ‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পও এর মাধ্যমে এগিয়ে যাবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এছাড়া ভারতের রেলওয়ে খাতকে সংস্কার করতে ফ্রান্সের কাছ থেকে ৮০০টি রেলওয়ে কোচ ক্রয়ের ব্যাপারে চুক্তিতে স্বাক্ষর করেছেন দুই নেতা। ফ্রান্সের আলসটোম মাল্টিন্যাশনাল কোম্পানির কাছ থেকে তা ক্রয় করা হবে বলে হিন্দুর খবরে প্রকাশ করা হয়েছে।
ভারতের জৈন্তাপুরে ৬টি বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপনের ব্যাপারেও সহযোগিতা চুক্তিতে সই করেছেন মোদি-ওলান্দ। এক্ষেত্রে ফ্রান্সের আভেরা কোম্পানি ভারতকে সহায়তা করবে। আগামী এক বছরের মধ্যে সে সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মনে করেন মোদি।
এদিকে সোমবার সকালে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) এক সভায় বক্তব্য দেয়ার সময় ফরাসি অর্থমন্ত্রী মাইকেল সাপিন বলেন, আগামী পাঁচ বছরে ভারতে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ফ্রান্স। তাদের এসব বিনিয়োগ হবে প্রধানত শিল্প খাতে। এছাড়া ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ভারতে বিনিয়োগের ১০ শতাংশ সৌর বিদ্যুৎ খাতে ব্যয় করবে ফ্রান্স।
নয়াদিল্লিতে এফআইসিসিআইর সভায় সাপিন আরও বলেন, গত পাঁচ বছরের প্রতি বছর ভারতে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে ফ্রান্স। আগামী পাঁচ বছরে ভারতে ১০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করবে তারা। ভারত ফ্রান্সের তৃতীয় বৃহত্তম বিনিয়োগের দেশ উল্লেখ করে সাপিন বলেন, ফ্রান্সের প্রায় ৪ শতাধিক বহুজাতিক কোম্পানি কাজ করে ভারতে। বিশ্বের অন্যতম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগের দেশ ফ্রান্স।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button