সৌদীতে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো ৫০ বছর অব্যাহত থাকবে

Khalidসৌদি আরবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা আরো ৫০ বছর অব্যাহত থাকবে। এমনই মনে করছেন রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদী অ্যারামকোর চেয়ারম্যান খালিদ আল-ফালিহ।  গত রোববার রিয়াদে শুরু হয়েছে নবম গ্লোবাল কমপিটিটিভনেস ফোরামের প্যানেল আলোচনা। এতে অ্যারামকোর চেয়ারম্যান খালিদ আল-ফালিহ বলেন, ‘তেলের দাম কমা সত্ত্বেও সৌদি আরবের অর্থনীতির পাঁচ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর এ প্রবৃদ্ধির ধারা আরো ৫০ বছর অব্যাহত থাকবে।’ ফালিহ বলেন, সৌদী সরকার দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনতে কাজ করছে। এ জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। এখন জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগোনো হচ্ছে। সৌদি আরবের তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, পর্যটন, আর্থিক সেবা ও টেলিযোগাযোগ খাতে বর্তমানে ব্যাপক বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন ফালিহ। তিনি বলেন, সৌদী সরকার উৎপাদন খাতে নতুন নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে। সম্প্রতি নতুন হিজরী বছরের বাজেটে ব্যয় সংকোচনের নীতি ঘোষণা করেন সৌদী অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফ। তেলসহ বিভিন্ন পণ্যের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে। ফালিহ বলেন, জ্বালানি তেলের দরপতন অব্যাহত থাকায় রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান ব্যয় সংকোচনের দিকে এগোচ্ছে। আর ব্যক্তি খাতকেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে। এতে দেশের ব্যবসা ও আয় বাড়বে। সৌদী অ্যারামকো দেশটির সব জ্বালানি তেলের সরবরাহ করে থাকে। প্রতিদিন এক কোটির বেশি ব্যারেল তেল উৎপাদন করে প্রতিষ্ঠানটি। বিশ্বের সবচেয়ে কম খরচে প্রতিষ্ঠানটি তেল উৎপাদন করে থাকে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, অ্যারামকো গত ডিসেম্বর মাসে দৈনিক এক কোটি দু’ লাখ ৫০ হাজার ব্যারেল তেল বিশ্ববাজারে সরবরাহ করেছে। অপরিশোধিত তেলের দাম গত বছর ৩৫ শতাংশ কমেছে। আর চলতি মাসে আরো ১৪ শতাংশ কমেছে তেলের দাম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button