সৌদীতে অতিরিক্ত অবস্থান করলে জেল-জরিমানা
ভিজিট ভিসা বা পর্যটক ভিসার অতিরিক্ত সময় কেউ সৌদি আরবে অবস্থান করলে তাকে জেলা-জরিমানা করা হতে পারে। এক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা ও ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ অপরাধে কোনো অভিবাসী শ্রমিক জড়িত থাকলে তাকে দেশে ফেরত পাঠানো হতে পারে।
এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে দেশটির জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত)। বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে প্রথমবারের মতো ভিজিট ভিসার অতিরিক্ত সময় অবস্থান করতে দেখা যায় তাহলে তাকে জরিমানা করা হবে ১৫ হাজার রিয়াল। দ্বিতীয়বার ধরা পড়লে এই জরিমানা বেড়ে হবে ২৫ হাজার রিয়াল। সঙ্গে থাকবে তিন মাসের জেল। তৃতীয়বার ধরা পড়লে জরিমানার অংক ৫০ হাজার রিয়াল। সঙ্গে ছয় মাসের জেল।
কোনো অভিবাসী যদি এই ভিসা অনুমোদন করেন অথবা কোনো সৌদী নাগরিক যদি এমন ভিসা ইস্যু করিয়ে থাকেন তাহলে প্রথমবার তাদেরকে ১৫ হাজার রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার ধরা পড়লে জরিমানার পরিমাণ ২৫ হাজার রিয়াল ও তিন মাসের জেল। তৃতীয়বার ধরা পড়লে জরিমানা ৫০ হাজার রিয়াল। সঙ্গে ছয় মাসের জেল। এক্ষেত্রে সংশ্লিষ্ট অভিবাসীকে তার দেশে ফেরত পাঠানো হবে।
এ ধরণের বিষয়ে সহায়তা চাইতে অনলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে সৌদি আরবের নাগরিক ও অভিবাসীদের। যোগাযোগের ই-মেইল ঠিকানা হলো gpd.gov.sa@992
যারা নিয়মিত সৌদি আরব সফরে যাচ্ছেন অথবা সেখানে অবস্থান করছেন তাদের ভিসার মেয়াদের দিকে লক্ষ্য রাখতে অনুরোধ করেছে জনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্ট। অনুরোধ জানানো হয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে সৌদি আরব ত্যাগ করতে।