দীর্ঘতম সময়ের ফ্লাইট চালু করবে কাতার এয়ারওয়েজ
দীর্ঘতম সময়ের সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে কাতার এয়ারওয়েজ। এনডিটিভি বলছে, রেকর্ডভাঙা এই যাত্রায় সময় লাগবে ১৮ ঘণ্টা ৩৪ মিনিট। এই সময়ে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ পাড়ি দেবে ৯,০৩৪ মাইল। দোহা থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে সরাসরি বিরতিহীন এই ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে দীর্ঘসময়ের সরাসরি ফ্লাইটটি পরিচালনা করে কোয়ান্টাস। ডালাস থেকে সিডনি পর্যন্ত ৮,৫৭৮ মাইলের এই ফ্লাইটটি পরিচালনা করে সংস্থাটি।
২৫৯ যাত্রী বহনে সক্ষম বোয়িং-৭৭৭-এলআর মডেলের উড়োজাহাজে এই ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে কাতার এয়ারওয়েজ।