শপথ নিলেন সিলেট বিভাগের পৌর মেয়র ও কাউন্সিলররা

সিলেট বিভাগের ১৬টি পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ নিয়েছেন। বুধবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন তাদের শপখ করান। এছাড়া ৪৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ১৪৩ জন সাধারণ কাউন্সিলর ওই অনুষ্ঠানে শপথ নেন। গত ৩০ ডিসেম্বর সিলেট বিভাগের ১৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
শপথ নেয়া মেয়ররা হলেন, কানাইঘাট পৌরসভার নিজাম উদ্দিন আল মিজান, জকিগঞ্জের খলিল উদ্দিন ও গোলাপগঞ্জের সিরাজুল জব্বার চৌধুরী, মৌলভীবাজার সদর পৌরসভার ফজলুর রহমান, কুলাউড়ার  শফি আলম ইউনুছ, কমলগঞ্জের জুয়েল আহমদ ও বড়লেখার  আবুল ইমাম চৌধুরী কামরান। হবিগঞ্জ সদরের জিকে গউছ, মাধবপুরের হিরেন্দ্র লাল সাহা, চুনারুঘাটের নাজিম উদ্দিন শামছু, শায়েস্তাগঞ্জের ছালেক মিয়া ও নবীগঞ্জের ছাবির আহমেদ চৌধুরী। সুনামগঞ্জ সদরের আয়ুব বখত জগলুল, জগন্নাথপুরের  হাজী আব্দুল মনাফ, দিরাইয়ের মোশারফ মিয়া  ও ছাতক পৌরসভার আবুল কালাম চৌধুরী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button