শীর্ষধনীদের তালিকায় জাকারবার্গ ষষ্ঠ
মার্ক জাকারবার্গের ফেসবুক সাম্রাজ্য দিনে দিনে শুধু বড়ই হচ্ছে। ৩১ বছর বয়সী এই ফেসবুক নির্বাহীর সম্পত্তির পরিমাণ এখন ৪৭ বিলিয়ন ডলার যা তাকে বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তিতে পরিণত করেছে।
ফেসবুক গত বুধবারে ২০১৫ সালের শেষ প্রান্তিকের আয়ের হিসেব জানিয়েছে। শেষ তিনমাসে দ্বিগুণেরও আয় বৃদ্ধি পেয়েছে ফেসবুকের, আর এই খবরের প্রভাব পড়েছে শেয়ার বাজারে। আর জাকারবার্গের সম্পত্তি প্রকৃত হচ্ছে ফেসবুকের শেয়ারের মূল্য। শেয়ারের মূল্য ১৩ শতাংশ বৃদ্ধিতে তার মোট সম্পত্তিতে যোগ হয়েছে আরো ১.২ বিলিয়ন ডলার।
বিশ্বের শীর্ষস্থানীয় ধনীর স্থানটি যথারীতি বিলগেটসের দখলে, তার সম্পদের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার। এরপর যথাক্রমে রয়েছেন আমানসিও ওরতেগা (৭০ বিলিয়ন), ওয়ারেন বাফেট (৫৯ বিলিয়ন), জেফ বেজোস (৫২ বিলিয়ন) ও কার্লোস স্লিম (৪৮ বিলিয়ন) ডলার।